Message of Assistant Governor

By 10:49

রোটারী ক্লাব অব রংপুরের ৩৮তম অভিষেক অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত রোটারীয়ানবৃন্দ আজকের এই সুন্দর সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
পালাবদলের এই অনুষ্ঠান প্রতিটি রোটারী ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রোটারী বৎসরের নবনির্বাচিত বোর্ড সদস্যদের অভিষিক্ত করা হয়। আজ যারা নতুন বোর্ডের সদস্য হয়ে অভিষিক্ত হচ্ছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং বিদায়ী বোর্ডের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ। রোটারী ক্লাব অব রংপুর তাদের আগামী নেতা ও বোর্ডকে বরণ করতে যে আয়োজেন করেছেন, তা নতুনদের পথ চলায় উৎসাহ যোগাবে।
অতীত ক্লাব প্রেসিডেন্টগণের অভিজ্ঞতার আলোকে এই ক্লাবটি ধীরে ধীরে মানব সেবায় শীর্ষে উঠে এসেছে। বিগত বৎসরগুলির ন্যায়, এবারের বোর্ড সমাজ সেবা, দরিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য জনহিতকর প্রকল্প নিয়ে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং ক্লাবের সোনালী ভাবমূর্তি, ঐতিহ্য অক্ষুন্ন রেখে সামনে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনাদের সকল কর্মকান্ডে আমার আন্তরিক সমর্থন ও সহযোগিতা অক্ষুন্ন থাকবে।
জও চৎবংরফবহঃ এর শ্লোগান ''Be a gift to the World'' কে বাস্তবে রূপান্তরিত করার জন্য সকল রোটারিয়ানবৃন্দকে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়াতে আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি।
পরিশেষে রোটারী ক্লাব অব রংপুরের অভিষেক অনুষ্ঠান সুন্দর ও সার্থক হউক এই কামনায় ক্লাবের সকল কর্মকান্ডের সঙ্গে অংশ গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করছি।

আল্লাহ হাফেজ
পিপি. রোটাঃ আলহাজ্ব খোরশেদ আলম
এ্যাসিস্ট্যান্ট গভর্ণর
আর.আই. ডিষ্ট্রিক্ট ৩২৮১
জোন-৩১

You Might Also Like

0 comments